রহমতের আশ্রয়……

0 ৫৭

এই তো কয়েকদিন আগেও যখনই পথে নামতাম চারপাশের সবুজ গাছগাছালি মুগ্ধ চোখে অবলোকন করতে করতে কখন যে গন্তব্য পৌছে যেতান টেরই পেতাম না! চারপাশে নিরবচ্ছিন্ন সবুজের সমারোহে মনের মাঝে শান্তিময় প্রফুল্লতার আবেশ ছড়িয়ে যেত। কিন্তু আজ হঠাৎ খেয়াল করলাম প্রকৃতি জুড়ে বইছে ঝরা পাতার গান। এমন হুট করে তো বদলে যায় না প্রকৃতি। তাহলে?! বুঝলাম আমিই খেয়াল করিনি বদলের মৃদুমন্দ পথ চলা। মনে করতে চেষ্টা করলাম জীবনের ঠিক কতগুলো দিন-রাত বেখেয়ালে হারিয়েছি?! আমার উদাসীনতায় কি কি প্রভাব পড়েছে প্রকৃতিতে? নাহ! কোন হেরফের তো পরিলক্ষিত হলো না প্রকৃতি জুড়ে। প্রকৃতি যেমন ছিল ঠিক তেমনই ধাবমান, চলমান…! রোজই রাতের গহীনে নিজেকে হারাচ্ছে দিন! রাত লুকিয়ে যাচ্ছে আলোর পরশে। সবুজের পাতা বদলে হয়ে যাচ্ছে হলুদ। শুকিয়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে…! আবারো বৃক্ষ সেজে উঠছে নতুন পুষ্প-পত্র-পল্লবে। ক্ষণে ক্ষণে পরিবর্তিত হচ্ছে আকাশের রঙ, মেঘের আকৃতি…! আমার উদাসীনতায় তো কিছুই থেমে ছিল না শুধু আমি ছাড়া! তারমানে শুধু আমিই ব্যর্থ হয়েছি আরো কিছু দৃশ্য, কিছু শব্দ, কিছু রঙের ছোঁয়ায় নিজেকে আরেকটু সমৃদ্ধ করতে….

বেখেয়াল উদাসীনতায় যেন না হারাই সময়

এই প্রার্থনা করি তোমার কাছে ওগো দয়াময়

চলার পথ ফুল ছড়ানো হোক কিংবা কণ্টকময়

তোমার ছায়ায় পাই যেন সদা রহমতের আশ্রয়……11011569_1636739509907411_8706250743817067557_n (1)

Visits: 2

মন্তব্য
Loading...
//keewoach.net/4/4139233