উপহার

0 ৬৭

এবার ঈদে অামাকে একটি কলম দিও,
যে কলমের রন্ধ্রে রন্ধ্রে বিপ্লবের ক্রমাগত তুফান,
যার ভেতরের কালি একেকটি ডিনামাইটের চেয়ে ক্ষীপ্রতরো
যার অগ্রভাগ দিয়ে ভেঙ্গে দেয়া যায় অত্যাচারীর মসনদ,
অামি তেমনি একটি কলম চাই।

এবার ঈদে অামাকে দিও শুকনো দূর্বাঘাস!
যে ঘাসের বুকে লেগে অাছে রাজনের বুকবেয়ে পড়া তরতাজা রক্তবিন্দু,
যেখানে সন্তানহারা অসংখ্য পাগলি মায়ের হাহাকার ভরা অশ্রু শুকিয়ে গেছে, অামাকে সে মাটিরই ঘাস উপহার দিও।

এবার ঈদে অামাকে উপহার দিও ব্যাথার নদী,দগদগে ঘা,ক্ষতময় এক বুক!
যেখানে প্রিয়জনদের রাখতে কোনো শারীরিক অবয়বের প্রয়োজন হয়না!
কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে থাকলেও পাঁজরের হাঁড়ে রেখে দেয়া যায় অনায়াসে।
এবারের ঈদে অামার তেমনি একটি হৃদয় চাই!

Visits: 2

মন্তব্য
Loading...
//feetheho.com/4/4139233