শুন্যে গুলি ছোড়ার সংস্কৃতি

0 ১০৩

আজ দেশীয় সংস্কৃতি নয়, মধ্যপ্রাচ্যের একটি সংস্কৃতি নিয়ে লিখছি- যেটা মূলত তারা আনন্দ প্রকাশ করতে করে থাকে। তাহল- শূন্যে গুলি ছোড়া। সম্প্রতি তুরষ্কের (উল্লেখ্য, দেশটি ইউরোপ মহাদেশে হলেও ধর্মনিরপেক্ষ মতবাদ থেকে দেশটি ধীরে ধীরে মুসলিম রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করছে) দেশটির প্রধান সংখ্যালঘু ২০% কুর্দি দল নির্বাচনে অতীতের চেয়ে বেশি ভোট পেয়ে চতুর্থ অবস্থানে উঠে আসে এবং পার্লামেন্টে ৫৫০ আসনের মধ্যে ৭৯টি নিতে পারায় ফলাফল শেষে সমর্থকেরা ‘V’ চিহ্ন প্রদর্শনের পাশাপাশি শূন্যে গুলি ছোড়ে। কিন্তু আমি মনে করি শুন্যে গুলি ছোড়ার এই রীতি পাখিসহ মানুষের জন্যেও ক্ষতিকর। যেটা মূলত অজান্তেই হওয়ার সম্ভাবনা থাকে।

বাস্তবিক উদাহরণ দিয়েই বলি- বেশ কয়েকমাস আগে পত্রিকায় দেখি খুব সম্ভব তালেবানেরা হবে। ন্যাটোদের বিতারিত করে একটা অঞ্চলে জয় লাভ করার পর উল্লাসে শূন্যে গুলি ছোড়ায় তাদেরই গোত্রের তিন/চার জন মারা যান। সুতরাং, এভাবে আকাশে গুলি ছোড়াটা যে বিপজ্জনক- সে ব্যাপারে তাদের সুবুদ্ধি হোক-এটাই কামনা…

Visits: 1

মন্তব্য
Loading...
//keewoach.net/4/4139233