গায়ে হলুদ

0 ১৯১

মেহেদির রঙে হাত রাঙাবে বলে,
রংধনু হতে রং খুঁজে এনেছি…
আকাশের কোল হতে 
তাঁরার ফুল ছিঁড়ে এনেছি
তুমি সাজবে বলে…!

জরিদার হলুদ শাড়ি গায়ে জড়ানো
একি অনন্য রুপ তাঁর…!
একি বিমুগ্ধতার ছোঁয়া…!

ধরণীর সমস্ত সৌন্দর্য বুঝি
আজ ধরা দিয়েছে এখানটাতেই…!
অদেখা ‘কনে’ স্বপ্নালু চোখে 
আঁচল বাড়িয়ে দেয়….
‘প্রিয়জনকে বাঁধবে বলে…!”

(কবিতাটি যাকে নিয়ে লেখা,আজ তাঁর গায়ে হলুদ। একদিন পরই কাছের মানুষদের সীমানা পেরিয়ে অন্য কোনো মানুষদেরকে আপন করার প্রয়াস চালাবে আমার এই বড় আপুটি…..
সুন্দর,স্বপ্নময় জীবনের প্রত্যাশায়……!)

-২২.০৫.২০১৪ তারিখে লিখা।

Visits: 3

মন্তব্য
Loading...
//mordoops.com/4/4139233