ক্লান্ত পথিক

0 ৮৮

আমি,
ক্লান্ত পথিক বলে !
হেলায় দিওনা ঠেলে…

কত নির্ঘুম রাত কেটেছে ভোরের প্রতীক্ষাতে,
কাঁটাময় পথ হেঁটেছি ভীষণ, নীরব যন্ত্রণাতে..!
একটু আলোর অন্বেষণে আঁধার সয়েছি কত,
ব্যথাতুর মন ধুঁকে ধুঁকে কাঁদে নিত্য অবিরত।

তোমায়,
আলো এনে দেবো তাই…..
শ্রান্ত আমি প্রদীপের খোঁজে তিলে তিলে ক্ষয়ে যাই…!

এখন,
কালের ঘড়িতে সময় গুণি…!
অস্তবেলার শেষ ঘন্টায়, শেষ নিঃশ্বাসের হাহাকার শুনি….!!!

Visits: 1

মন্তব্য
Loading...
//shasogna.com/4/4139233