কী আর হবে, দূরেই না হয় থাকো – হাবীবাহ্ নাসরীন

0 ৮১

কী আর হবে, দূরেই না হয় থাকো
একজীবনে নাইবা পেলে কাছে!
ভয় পেয়োনা, আবার দেখা হবে
এই জীবনের পরেও জীবন আছে!

কী আর হবে, দুঃখ না হয় বুনো
দুঃখগুলো সুখের মতই দামি।
ভাবের হাটে দুঃখ নাহয় বেচো
প্রেমের চেয়ে কী আছে পাগলামি!

কে আছে আর তোমার চেয়ে সুখী
আর কে আছে তোমার থেকে একা!
কাটিকুটির যতই হিসেব করো,
এক জীবনে প্রেম যাবে না শেখা!

প্রেমের জন্য বেঁচেই নাহয় থাকো
আর আমাকে বাঁচাও তোমার মাঝে
সুর তুলে ফের হারিয়ে যাওয়া গানে
রাত্রি-দিনের হাজার রকম কাজে।

কী আর হবে একলা নাহয় থাকো,
তুমি আমি যে যার মত একা।
এই জীবনের পরেও জীবন আছে
সেই জীবনে আবার হবে দেখা!

Visits: 0

মন্তব্য
Loading...
//stungoateeve.net/4/4139233