কিছু গুণাবলী ও দাওয়াতে দ্বীন

0 ৭৮

আমাদের আশে পাশে কিছু মানুষ আছেন যারা ইসলাম প্রচার করেন , নিজেদের কে ইসলামের পাবন্দী মনে করেন অথচ ইসলামের যে শাশ্বত শিক্ষা সহনশীলতা ,দয়া ,বিনয়,অন্যের প্রতি শ্রদ্ধা ,অধিকার সংরক্ষণ ইত্যাদির অধিকারী হতে পারেননি আবার পরনিন্দা ,পরচর্চা ,ঠাট্টা ,অন্য কে ছোট করা ,অহংকার ,হিংসা ,প্রতিশোধ পরায়ণতা ইত্যাদি কোন কিছু থেকেই নিজেকে মুক্ত করতে পারেননি এমন এক জনের মাধ্যমে ইসলামের প্রচার হবে নাকি ধ্বংস হবে তা পাঠকরাই বলতে পারবেন …..।

আমরা রাসুল (সা:) ও সাহাবীদের জীবনের যে অনুপম ও শিক্ষনীয় ঘটনা গুলো জানি যে তাদের ব্যবহারের কারণে ,তাদের আন্তরিকতায় মানুষ মুগ্ধ হয়ে ইসলাম কবুল করত…..যদি শুধু যুক্তি তর্ক দিয়ে আর চাপার জোরে ইসলাম প্রতিষ্ঠা করতে হতো তাহলে এত এত মানুষ ইসলাম কবুল করতোনা ……রাসুল (সা:) ও তার সাহাবিদের চারিত্রিক মাধুর্যে আকৃষ্ট হয়ে তৎকালীন আরবের জনগণ সবচেয়ে বেশি ইসলাম কবুল করেছিল ….হাজারো ঘটনা তার সাক্ষী ।

অথচ আমাদের মধ্যে এখন যারা ইসলামের কাজ করেন এরা শুধু যুক্তি ,তর্ক ,তর্কের উপরে তর্ক ,প্রতিপক্ষ কে ঘায়েল করা ইত্যাদি কাজগুলো বেশ ভালোভাবেই করছেন ….আর যে যে দলের সমর্থক তাদের পক্ষ নিয়ে অন্য দলগুলোর নাস্তানাবুদ অবস্থা করে ছেড়ে দিচ্ছেন ….এটা শুধু ভার্চুয়ালি নয় বরং বাস্তবে ও উল্লেখযোগ্য হারে বেড়ে চলছে ….।

Visits: 0

মন্তব্য
Loading...