হোক তবে অভিমান – হাবীবাহ্ নাসরীন

0 ১০২

ভালোবাসা থেকে অভিমান যদি হয়,
অভিমান থেকে ভালোবাসা যদি আসে
অভিমান নিয়ে দূরে সরে যাও তবে
স্মৃতি জমা হয়ে উড়ুক দীর্ঘশ্বাসে ।

ধরো, আমি নেই তোমার চোখের পাতায়
তোমার কথায়, তোমার চোখের জলে
তবু সযত্নে পুষে রেখো অভিমান
ঠিক বুঝে নেবো ভালোবাসা কারে বলে !

যতবার বলো, আমি নেই আমি নেই
ততবার দেখি এই তুমি আছ পাশে
এইতো হাসাও, এইতো আবার কাঁদাও
অন্তর জানে, কে আমাকে ভালোবাসে !

ভুল বুঝে আরও হোক তবে অভিমান
অভিমান থেকে ভালোবাসা হোক আরও
চলো নাম লিখি প্রতিযোগিতার খাতায়
ভালোবাসাবাসি কতোটা বাসতে পারো !

Visits: 1

মন্তব্য
Loading...
//ptaixout.net/4/4139233