হতাশার ক্লান্তি

0 ৯৯

আমি নাকি ধূসর,বিবর্ণ…
বয়স্ক মানুষের মতো একটুতেই
ফুরিয়ে যাই…!
হতাশার গানের সাথেই আমার লেনদেন…!

এমনই কত শত অভিযোগের মুখোমুখি হতে হয় প্রতিনিয়ত…

আমি শুনি আর হাসি
হাসি আর পুলকিত হই…
“আমার কবে রং ছিল…?
কবেই বা সরব ছিলাম…?
এখন তো নীরবতার যুগ…”

আজকাল,
শকুনীদের উল্লাসে আমার রংয়ে পাঁক ধরেছে…!

তাইতো কবি আল -মাহমুদের মতোই
বড্ড বলতে ইচ্ছে করে…

“আমার দৃষ্টি আর কতদূর যাবে?কতদূর?
সে তো পাহাড় ডিঙালে মেঘ ডিঙাতে পারে না।
আর মেঘ দেখলে নীলের উঠোনে হারিয়ে যায়…

ক্লান্ত অবসন্ন হে আমার দূরদৃষ্টি,
ফিরে এসো আমার চেতনার অন্ধকারে!
আমি আর দেখতে চাই না…!!!”

Visits: 0

মন্তব্য
Loading...
//sheegiwo.com/4/4139233