মানুষগুলো এমন কেনো?

0 ৯৬

-দোস্ত!দশটা টাকা দে তো।
-আচ্ছা!নে…

কয়েকদিন পর…
-দোস্ত!খুচরা টাকা নাই।বিশটা টাকা দে…
-আচ্ছা!

হঠাৎ একদিন বিকেলে হলের সামনে…..
-বন্ধু!পঞ্চাশটা টাকা দে তো।মানিব্যাগটা রুমে রেখে আসছি।সন্ধ্যায় বা রাতে দিয়ে দিবো।
-আমার কাছে টাকা নাই।
-দোস্ত!খুব জরুরী।ত্রিশ টাকা হলেও দে…
-এত টাকা নাই।
সর্বশেষ জোরাজুরিতে বিশ টাকা বের করে দিলো।

এই চরিত্রগুলো ক্যাম্পাসে নিয়মিত দেখার সুযোগ পেয়েছি এবং এখনো পাচ্ছি।অন্যের কাছ থেকে সুবিধা আদায়ের সময় পরিপূর্ণভাবেই আদায় করে,কিন্তু অন্যের বিপদ দেখলে উল্টোদিকে দৌড় দিতে মুহূর্ততমও দেরি করেনা।

বার বার মনের মধ্যে প্রশ্ন জাগে,দুনিয়ার মানুষগুলো এমন কেনো?

Visits: 2

মন্তব্য
Loading...
//toltooth.net/4/4139233