বকসিস দিলেন কেনো?

0 ৯৭

মাঝে মাঝে মনে হয়- এদেশে কিছু ভালো মানুষ আছে বলেই হয়ত, দেশটা টিকে আছে। যাদের আচরণ-স্বভাব-চরিত্র আমাদের স্বস্তি দেয়।

যাই হোক- ঘটনাটা গত ঈদের। এমনিতে ঈদ সামনে করে অনেকেই- কিছু না করলেও বকসিস চেয়ে বসে। কেউ ইনিয়ে-বিনিয়ে কেউ বা দাবি দেখিয়ে চায়। বাদ পড়ে না কাজের বুয়া থেকে শুরু করা রাস্তার ঝাড়ুদার পর্যন্ত।

তো, রোজ পেপারওয়ালা তথা হকার এসে পেপার দিয়ে যায়। এবার মাসের বিল নিয়ে আসলো। তার বিল দেখে আব্বু সামান্য টাকা বাড়িয়ে দিলেন। ঈদ মওসুম বলে কথা! কিন্তু অবাক কান্ড, মেঘ না চাইতেই যেখানে বৃষ্টি, সেখানে হকার পাল্টা বলে উঠলো- বকসিস দিলেন ক্যান? তখন আমার ভাই বললো- “ঈদের জন্য”। লোকটি- “এটা আবার দেয়ার কি দরকার”?

আমি বারান্দার সামনে এই লোকটার কথা শুনে বেশ অবাকই হলাম। মানুষ একটা বকসিস নেয়ার জন্য কতো টাইপেরই না ইস্যু খুঁজে বের করে। অথচ এনার সত্যতা, আত্মমর্যাদা এতোই উন্নত যে উনি বকসিস তো চাইলেনই না, বরং ‘দিলাম কেনো’- এটা নিয়ে প্রশ্ন তুললেন!

আসলেই এদের মতো স্বচ্ছ, খেটে খাওয়া মানুষদের কারণেই  হয়ত আমাদের প্রিয় জন্মভূমি টিকে আছে…

Visits: 4

মন্তব্য
Loading...
//potsaglu.net/4/4139233