তোমরা যারা বিশ্ববিদ্যালয় আঙ্গিনা মুখরিত করতে চাও

0 ৯১

বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ের সময় একটা ছেলের মনোবল দেখে অবাক হতাম।সে ছিলো মাদরাসা লাইনের ছাত্র।

কোচিং পরিচালক ক্লাসে এসে জিজ্ঞেস করছে-তোমাদের মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হবে কে?

কেউ হাত তুলেনা,শুধু একটা হাতই উঠলো।

পরিচালক বললেন-এই ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট না হলেও ১০০-১৫০ পজিশনের মধ্যে থাকবে।

ওর উচ্চাকাংখা ছিলো অনেক।বলতো-আহমদ,ঢাকা বিশ্ববিদ্যলয়ে ইংলিশে পড়বো।কিন্তু ইংলিশে মাদ্রাসা ছেলেদের নিবেনা।ইংলিশে না হলেও আইনে পড়বো।

একদিন বলতেছে-ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া আর কোথাও পরীক্ষা দিবোনা।

আমি বললাম-যদি তুমি ঢাকা ছাড়া আর কোথাও পরীক্ষা না দাও,আমিও আর কোথাও পরীক্ষা দিবোনা।

কয়েকদিন পরে উধাও।ফোন দিলাম।বললো-চিটাগাং পরীক্ষা দিতে আসছি।

বললাম-তুমি না বলছো,ঢাকা ছাড়া আর কোথাও পরীক্ষা দিবানা।তাহলে????

-ঢাকাতে চান্স না হলে কি করবো?এক জায়গায় পড়তে হবে তো।

সে চিটাগাং বিশ্ববিদ্যালয়ে আইনে নবম পজিশন দখল করলো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষার রেজাল্ট দিলো,দেখা গেলো সে ১৪৯ তম হয়েছে।কিন্তু বাংলায় খারাপ করার কারনে আইনে ভর্তি হতে পারলোনা।

পরেরবার আবার পরীক্ষা দিয়ে আইনে ভর্তি হলো।

স্বপ্নপূরনের আকাংখা যত বেশী থাকে,সেই স্বপ্ন পূরণ করা তত সহজ হয়।

কয়েকদিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে।যারা বিশ্ববিদ্যালয় আঙ্গিনায় পা রাখতে ইচ্ছুক,তাদের স্বপ্নগুলো এভাবেই সফল হয়ে যাক।

Visits: 5

মন্তব্য
Loading...
//glaikrolsoa.com/4/4139233