তুমি আমায় কোথায় রাখো- হাবীবাহ্ নাসরীন

0 ৭২

তুমি আমায় কোথায় রাখো, কল্পনাতে, গল্প করে
সুঁই ও সুতোয় ফোঁড় হয়ে যাই রোজ-প্রতিদিন অল্প করে?
তুমি আমায় কোথায় রাখো, চোখের তারায়, পাশ বালিশে
বইয়ের তাকে, কাঁথার ভাঁজে, খুব অভিমান আর নালিশে?
তুমি আমায় কোথায় রাখো, বেসুরো গান, গানের কথায়
রাতগভীরে একলা জেগে রাত পোহানোর নীরবতায়?
তুমি আমায় কোথায় রাখো, ভুল বিরহে, যন্ত্রণাতে
আমিই কি রোজ দেই তাগাদা হৃদয় পোড়ার মন্ত্রণাতে?

তুমি আমায় কোথায় রাখো, আমি আমার খোঁজ জানি না
স্বৈরাচারী তোমার এমন বিরূপ শাসন আর মানি না!
আমায় কেন ভাবিয়ে রাখো, এর প্রতিশোধ ঠিকই নেবো
এবার আমি তোমার নামে হৃদয় চুরির মামলা দেবো!

Visits: 2

মন্তব্য
Loading...
//hoglinsu.com/4/4139233