কি অপরাধ ছিল নিষ্পাপ শিশুটির………..

0 ৯৮

 

বর্বর আইয়ামে জালিয়াতের আভাস পাওয়া যাচ্ছে। মানুষ খেকো মালিকগুলোর শ্রমিকের রক্ত খাওয়ার তৃপ্তি মিটছে না। রানা প্লাজা, তাজরীন ফ্যাশনে রক্তস্মান নরপশুদের থামাতে পারেনি। কি দোষ ছিল ঐ নিষ্পাপ নবজাতক শিশুটির? সুন্দর এই ভূবন থাকতে কেন তাকে টয়লেটে জন্ম নিতে হবে? গর্ভবতী ঐ নারী শ্রমিকের মাতৃকালীন ছুটি দিলেই কি ফ্যাক্টরিতে মন্দার ঝড় বয়ে যেত……? জন্মই কি আপনাদের আজন্ম শ্রমিকের উপর নির্যাতনের স্টিম রোলার চালানো……?
সকালে জানালার পাশে বসে তাকিয়ে দেখছিলাম বিধাতার অপরূপ লীলাখেলা। আকাশ জুড়ে বিজলি চমকাচ্ছে। ঠাসঠুস শব্দে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বুঝি আকাশ ভেঙ্গে পড়ল। হিংস্র হয়ে আসছে প্রকৃতি। আর এই ঘুটঘুটে অন্ধকার ও বৃষ্টির নির্দয় তান্ডবের মধ্যেই হন্য হয়ে ছুটছে কয়েকজন নারী-পুরুষ। হাতে জুতা মাথায় ভাঙ্গা ছাতা। কারো যেন উন্মক্ত আকাশটাই ছাতা! ৮টার আগেই অফিস ধরতে হবে। দেরি হলেই Absence……

সভ্যতার চাদর মুড়ি দিয়ে অসভ্যতা আর কত কাল বয়ে বেড়াব আমরা………………………………………..

Visits: 1

মন্তব্য
Loading...
//sheegiwo.com/4/4139233