কবির অসুখ – হাবীবাহ্ নাসরীন

0 ৮৩

গতিময় মৃত্যুরা ডাকে অবিরাম
ভুলে গেছি মেঘমালা, পাহাড়ের নাম ।
ভুলে গেছি শৈশব, স্মৃতিময় দিন
কোনকালে ছিল এই পৃথিবী রঙিণ !
সোনারঙা পৃথিবীতে সোনারোদ নেই
ছায়াময় অবসাদ ডাকে আমাকেই ।
নেই নেই- চারদিকে শুধু হাহাকার
নিজের কিছুই আজ নেই হারাবার ।
হারিয়েছি হৃদয়ের যা কিছু আপন
দূরাশার নিঃশ্বাসে মাতাল কাঁপন ।

যদি আজ চলে যাই করে তোরজোর
থেমে আর দাঁড়াবে কি পৃথিবীর ভোর ?
না না, সে তো হাসবেই- সূর্যের দিন
অগণিত শৈশব রঙেতে রঙিন !

Visits: 0

মন্তব্য
Loading...
//intorterraon.com/4/4139233