এমন দৃষ্টান্ত হয়ত বিরল…

0 ৮৯

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এই দম্পতির বসবাস। আজ থেকে প্রায় দশ বছর আগে তাদের বিয়ে হয়। তো, বিয়ের আগে উভয়পক্ষের সব ঠিকঠাক। এদিকে মেয়েপক্ষ যে এক বিরাট কথা গোপন রেখেছে তা বিয়ের রাতে আবিষ্কৃত হয়। ছেলে তো অবাক! “একি! বউ তো চোখে দেখে না! এতো বড় কথা গোপন করা হলো”!? তা, অন্য কোনো ছেলে থাকলে হয়ত মেয়েপক্ষের মারাত্মক মিথ্যাচারের উচিত শিক্ষা দিতো, কিন্তু এই ছেলে তা করে নি। ‘তার মা-বাবা ঠিক করে নি, তবে আল্লাহ’কে সাক্ষী রেখে যখন এই মেয়েকে কবুল করে নিলাম, তখন এর দায়িত্ব আমার’। পরবর্তীতে নিজের সাধ্যমত যতো চিকিৎসা দরকার স্ত্রীকে ঠিক করার চেষ্টা করলেন।

উল্লেখ্য, মেয়েটার চোখে মূলত জন্মগত সমস্যা। দিনে সূর্যের আলোতে ঝাপসা দেখলেও রাতে দেখতে পারে না। এদিকে বিয়ের পরে স্বামী তার চিকিৎসা করালেও মাঝখানে কিছুটা উন্নত হলেও আবার সেই আগের অবস্থা! স্ত্রীর এমন সমস্যা থাকা স্বত্বেও যখন উনাকে বউ এর ব্যাপারে জিজ্ঞাস করা হয় তখন তিনি বলেন- “বউ আমার অনেক ভালো 🙂 সব কাজ নিজ হাতে করে। আমি বলি না, কিন্তু তার পরও। এই চোখ নিয়ে রান্নাও করে। তার রান্না অনেক মজার”।

এমন সন্তুষ্টপূর্ণ মন, স্ত্রীর প্রতি ভালোবাসা ও অভিযোগহীন মানসিকতা সম্পন্ন ভাইয়ের প্রতি সালাম, সালাম… … হাজার সালাম…

Visits: 0

মন্তব্য
Loading...
//grunoaph.net/4/4139233