অনুশোচনা

0 ৬৮
জীবন সায়াহ্ন বেলায় তুলে দুটি হাত
অবনত শিরে প্রভূ করি মোনাজাত
মাফ কর অতীতের সবগুলো ভুল
না জেনে করেছি যা জেনে নির্ভুল।
জেনে শুনে যত পাপ করেছি খোদা
মাফ কর , লজ্জিত ,  তব বান্দা
জীবনের শেষ ভাগে এসে আজ আর
পারিনাতো মেলাতে হিসেব যে তার।
জীবনের পাতা খুলে দেখি যতবার
এতটুকু নেই আলো কাঁটাবে আঁধার
জীবন টা ভরে ছিল শুধু পাপ গ্লানি
বিশ্বাসে খরা আর কাজে পেরেশানি।
ভাবিনিতো কখনো , আজ অবেলায়
ভাবছি যা বসে আমি এই নিরালায়,
জানিনা , প্রভূ তুমি করবে কি মাফ?
হৃদয় কি পাবে কভূ দিনের আভাষ??
আজ তাই অশ্রু যে ঝরে অঝোরে
মাফ কর প্রভূ তুমি ,মাফ কর মোরে।

Visits: 2

মন্তব্য
Loading...
//stoobsugree.net/4/4139233