হিন্দী সমাহার

0 ৮০

লোকাল গাড়ীতে উঠামাত্র দেখতে পেলাম,হিন্দী গান বাজতেছে।
ড্রাইভারকে বললাম-ভাই,কি গান বাজাচ্ছেন?কিছুই তো বুঝিনা।

হিন্দী ভাষাতে আমার অভিজ্ঞতা জিরো পর্যায়ে।কোন মুভি বা গান একটাও বুঝিনা।

ড্রাইভার উল্টো জিজ্ঞেস করলো- ভাই,শুনতে ভাল্লাগতাছেনা?

-ভালো লাগলে কি করবো?কথাতো কিছুই বুঝিনা।
-ভাই,বুঝার দরকার নাই।শুনতে ভাল্লাগতাছে,শোনেন।


যেকোন বাসে উঠলেই এই অবস্হা।চারিদিকে শুধুই হিন্দীর সমাহার।অনেক শিশুদের দেখি,হিন্দীতে দিব্যি কথা বলে যাচ্ছে।
মনে হয় যেন এখন আর বাংলাদেশে বাস করছিনা।হিন্দুস্তানে অবস্হান করছি।
হিন্দী এখন আর একটি ভাষা না,একটি আগ্রাসন না,একটি ক্যান্সারের নাম।যা শুধু ধ্বংস করেই নিয়ে যায়।

Visits: 1

মন্তব্য
Loading...
//stoobsugree.net/4/4139233