স্বপ্ন দিলাম এঁকে

0 ৫৪

এতটা সহজে ফুরোবে কেমন করে…?
ফুরিয়ে যাওয়ার আগে যে অনেক কাজ
রয়ে গেছে….সেগুলো শেষ হওয়ার আগ
অব্দি কীভাবে ফুরিয়ে যাবে বলো…?

তাকিয়ে দেখ,তোমার পাঁজরের নিচেও
একটি জীবন স্পন্দিত হচ্ছে অবিরাম…তোমার
গভীর চোখজোড়ায় দিনের পর দিন
যে স্বপ্নেরা দানা বেঁধে ওঠেছে তা অতটা ঠুনকো নয়
যে এতটা সহজেই ক্ষয়ে যাবে….! এই
যে বিশাল আকাশ,উতাল হাওয়া,সবুজাভ
বৃক্ষ, মাটির পৃথিবী এবং পৃথিবীর
মানুষ…এদের কি তোমার ওপর কোনো অধিকার নেই..?

তোমার আলতো পায়ে সবার আগে তুমি এই মাটিকেই স্পর্শ করেছিলে!

প্রথম শ্বাস নিয়েছিলে বাতাসের হৃদপিন্ড থেকেই…!
অথবা আকাশের বিশালতা দেখেই হয়তো

প্রথমবারের মতোই প্রশস্ত হতে শিখেছিলে..!
আর মাটির বুকের মানুষগুলোই তোমায় প্রথম দেখতে শিখিয়েছে,

ঘ্রাণ নিতে শিখিয়েছে সুষুপ্ত পৃথিবীর,

ছুঁয়ে দিতে শিখিয়েছে স্বপ্নের বর্ণিল রংধনুকে…!

এদের অধিকার আদায় না করেই ফুরিয়ে যাবে

এমন তো কথা ছিল নাহ্…!

আর তাই,তোমাকে স্বপ্ন
দেখতে হবে….দেখাতে হবে….
তোমার
স্বপ্নালু চোখের মাঝেই ধরণী ফিরে পাবে তার
অম্লান শুভ্রতা…।
পৃথিবীর পটে নতুন
করে হেসে ওঠবে জ্যোতির্ময়
সুবহে সাদিক। আর স্বপ্নবাজ
মানুষেরা প্রতিটি দ্বারে পৌছে দিবে এক
অনিবার্য বিজয়ের শাশ্বত পয়গাম…!
তাই দু’হাত বাড়িয়ে স্বপ্নকে মেলে দাও
আকাশে….
যাক,আজ সেটি আকাশ
ছুঁয়ে যাক……!

Visits: 1

মন্তব্য
Loading...
//ewhareey.com/4/4139233