নোংরা জীবন!

0 ১০৫

জীবনটা বড়ই কঠিন।
ঠিক যেন অজানা,
তবুও,
অভূত অন্ধকারের মায়ার মতো!
দৃষ্টিহীন অবহেলিত ভিক্ষুকের মতো।
ইটভাটায় শিশুশ্রমের নিষ্পাপ ঘামের মতো,
বুঝি রাস্তার দু’ধারে ময়লায় লুকানো
ঘুমন্ত মানুষগুলোর নির্বাক আবদার!
হে জীবন,
তুমি কি চলন্ত মানুষের গাঁয়ে
পেট্রলবোমার বিভিষীকা?
নাকি আপনজন হাঁরা মানুষের
অশ্রুসিক্ত আত্মর্নাদ!
জীবনটা বড়ই কঠিন।
নাকি এর চেয়েও বড় কিছু,
মানে,
পত্রিকা হাতে দুখু মিয়াদের আকুতি!
নাকি হরেক ফুলের মালা হাতে
মিনাদের দশ টাকার উল্লাস?
বুঝি নির্বিকারে নেশাগ্রস্ত
শিশুদের তন্দ্রা!
হে জীবন,
তুমি কি পশুর চেয়েও নির্লজ্জ!
পার্ক আর পাবলিক প্লেসের সেক্স?
নাকি বৃদ্ধাশ্রমের বাবা-মায়েদের নিঃসঙ্গতা?
নাকি অসুস্থ সন্তানের পাশে মায়ের নির্ঘুম।
জীবনটা বড়ই কঠিন।
তার থেকেও একটা সংবাদ,
আসলে,
সংসারে বেকার সন্তানের অবহেলা।
বিধবা মেয়ের অমুল্য কথা!
নাকি যার আপনজন থেকেও
খোঁজহীন ভয়াবহ রাতগুলি?
হে জীবন,
আমি বেঁচে আছি, এর চেয়েও বেশি কি?
অসার-অর্থহীন আমি আর তুমি
ফেরাও এবার আর কতো?
নিজেই অচেনা বৈকি!
আমিও কঠিন হতে আরও কঠিন
নিজেকে মানিয়ে নিয়েছি।

Visits: 1

মন্তব্য
Loading...
//ptaixout.net/4/4139233