নিরব আর্তচিৎকার

0 ৫৭

কবে আমি কাব্য নদীতে নাব্য হয়েছিলাম…
কবেই বা মিতালী ছিল মুক্ত হাওয়ার সাথে…?

যে আকাশে তুমি রংয়ের আলোকচ্ছটা দেখতে পাও,
সেথায় আমি প্রতিনিয়ত দেখতে পাই ধূসর প্রতিচ্ছবি…!

বাতাসের বিমোহিত ঘ্রাণে তুমি উতলা হতেই পারো…!
অথচ
বাতাসেরা আজকাল মুষ্টিবদ্ধ হাতে আমার নিঃশ্বাসকে চেপে ধরে…।

রাত্রির গভীরতায় তুমি হয়তো নিদ্রাতুর চোখে স্বপনের জাল বুনে যাও,
আর আমি তখন
পৃথিবীর নিপীড়িত মানুষের আর্তচিৎকারে
আৎকে উঠি….!

ওই রক্ত-মাংসের প্রাণগুলোকে রক্তাক্ত হতে দেখে,

আমি তন্দ্রাচ্ছন্ন হই কিভাবে বলো…?

Visits: 0

মন্তব্য
Loading...
//eptougry.net/4/4139233