নদী-নালা ও খাল-বিল রক্ষায় আমরা কবে জাগবো?

0 ৯৪

ছোট কোন খাল-বিল বা নদী পেলে উন্নত দেশগুলো সেটার যত্নে উঠে পড়ে লাগে। দেশের সাধরণ মানুষগুলো পরিচ্ছন্নতার ব্যাপারে অনেক সচেতনতা অবলম্বন করেন।

আর আমাদের দেশের অবস্থা সম্পূর্ণ ভিন্ন। আমরা কোন খাল-বিল বা নদী পেলে সেটাকে ডাষ্টবীন হিসেবে ব্যবহার করি। ময়লা ফেলার খোলা জায়গা হিসেবে মনে করি। আমাদের দেশের বড় বড় মীল ফ্যা্ক্টরীগুলো তাদের বিষাক্ত বর্জগুলো সেখানে ফেলে। অন্যদিকে আপনার-আমার ভোটে নির্বাচিত সরকারতে দুর্নীতি আর বিরোধীদল নিধোনে ব্যস্ত। কখন সময় পাবে এই অমূল্য সম্পদ নদীগুলোকে নিয়ে ভাবার? ভাবার তো সময় পায়ই না বরং বাসাবাড়ি থেকে বিভিন্ন ময়লার ভ্যানের সংগ্রহিত সকল ময়লা-আবর্জনাগুলো এখানে ফেলার অনুমতি দেয় সরকার!

এই ময়লা-আবর্জনার বা বিষাক্ত বর্জের কারণে পানি কালো রং ধারণ করেছে, দুর্গন্ধ ছড়িয়ে পড়ে আশে-পাশের এলাকাগুলোতে, নদী পারাপারের সময় নাক ঢেকে অনেক কষ্টে পাড়ি জমাতে হয়, মাছসহ বিভিন্ন প্রাণীকুল আস্তে আস্তে উজার হচ্ছে।

আমরা কবে জাগবো? কবে আমাদের বোধদয় হবে? কবে আমরা আমাদের প্রাকৃতিক সম্পদকে বাচাঁনোর জন্য এগিয়ে আসবো?Save the Rivers

#SaveBangladesh

Visits: 0

মন্তব্য
Loading...
//rndnoibattor.com/4/4139233