মেঘের ভাঁজে মায়ের আঁচল

0 ৬৩

মা-কে আমি ভালবাসি

অনেক অনেক বেশি,

মা যে আমার স্বপ্ন চোখের

বুকের বীণায় বাঁশি।

ছোট্ট ছিলাম যখন আমি

দোলনা ঠেলে ঠেলে,

ঘুম পাড়ানি গান শুনাত

দরদ-মাখা গলে।

কল্পরাজের গল্প-গাঁথা

শুনাতো যে কত,

অবাক হয়ে শুনে যেতাম

নিত্য অবিরত।

ছোট্ট বেলার মায়ের আঁচল

হারিয়ে গেল কই,

খুঁজি তারে দূর আকাশের

মেঘের ভাঁজে ঐ।

Visits: 1

মন্তব্য
Loading...
//sauptowhy.com/4/4139233