মানবতার দহন!

0 ৪৮

রাতভর শিশির মাড়িয়ে বেদনার ফুল তুলি রোজ…
রোজই বর্ণিল বেদনায় ভরে যায় কালের ঝুড়ি…!
অন্তহীন হাহাকারের পিয়াসী থালায় যেন উপচে ওঠে একবুক এলোমেলো দীর্ঘশ্বাস..!

মানবতার নিঃসীম ক্রন্দনে, ক্রন্দসী রাত গুমরে ওঠে বারবার…
সীমাহীন যন্ত্রণার দহনে মানুষের নিম্নোক্ত আর্তচিৎকার শোনা যায়…

“কষ্টের কালো নেকাবে, কেন আজ ঢেকে গেছে দিন?
কেন এত রোদ জমে বুকে, পোড়া
ঘ্রাণে কেন জ্বলে মনের জমিন?”

Visits: 0

মন্তব্য
Loading...
//thoadsaibsou.net/4/4139233