‘না’ নাই হয়ে যাক জীবন থেকে

0 ৭৪

নিজেকে খুব বন্ধুহীন মনে হচ্ছে।
মনে হচ্ছে ভীড়ের মাঝে একা দাড়িয়ে আছি।
খুব কাছ থেকে আমাকে বুঝার যেন কেউ নেই।
আমার কষ্টগুলো কারো মনে দাগ কাটছে না ।
পরিশ্রমে চেহারা মলিন হলেও কেহ বলবেনা ভালো আছো?
অনেক কাজের মধ্যে আশপাশ থেকে কেহ একটি কাজ কেড়ে নেয় না।
আমি কি বুঝাতে চাচ্ছি কেহ বুঝছে না।
কারো মন টলছেনা। কারো চোখ ভিজছেনা।
কারো কপাল কুঞ্চিত হয়না।
কারো হাত আমার জন্যে বাড়ে না।
কোন বিড়াল ছানাও আমার জন্যে মিউ মিউ করে ডাকে না।

আমার জন্যে “না”।।
আমার চাহিদার জন্যে “না”।
আমার স্বপ্নের জন্যে “না”।
আমার মেসেজে “না”।
আমার ফোন কলে “না”।
আমার কবিতার জন্যে “না”।
আমার কামনার জন্যে বাসনার জন্যে “না”।
আমার জন্যে প্রেম! “না”।
ভালবাসা? “না”।
সুখ দু:খের সঙ্গী হওয়াতেও “না”।
আমার সাথে বেড়ানোর জন্যেও “না”।
আমার সাথে খাওয়ার জন্যেও “না”।
আমাকে সাড়া দেয়ার জন্যেও “না”।
আমি যা চাই তাতেই না।

আমি আজ কেহ না?
না কে তাই ঘৃনা করি।
না’কে অস্ত্র তাক করি।
না’কে হুংকার দিই।
না’কে থাপ্পড় দেই।
না’কে লাথি দেই।
না’ নাই হয়ে যাক জীবন থেকে।
খামচি মেড়ে ক্ষতবিক্ষত করে না’ এর মাংস রক্ত দুই খাব।
না’ নাই হয়ে যাক জীবন থেকে।

Visits: 1

মন্তব্য
Loading...
//uwougheels.net/4/4139233