তুই কি আমার মা – হাবীবাহ্ নাসরীন

0 ৭৩

তোর জন্য বুকের ভিতর ভীষণ রকম মায়া
সাঁঝ-প্রভাতে, মধ্যরাতে দুইচোখে তোর ছায়া।

তোর কারণেই বাঁচিয়ে রাখি খামখেয়ালি মন,
তুই রয়েছিস তাইতো মধুর একলা থাকার ক্ষণ।

তুই কি আমার মায়ের আঁচল, শীতল করে রাখিস?
বাবার মত ভরাট সুরে নামটি ধরে ডাকিস!

ভাত মাখিয়ে মুখে ধরিস, তুই কি আমার মা?
ভালোবাসার এমন ভাষা কেউ তো জানে না!

গভীর কালো রাত্রি শেষে রক্তরাঙা ভোর
বাংলা মা তোর হাসিটুকুই বেঁচে থাকার জোর

Visits: 0

মন্তব্য
Loading...
//upontogeticr.com/4/4139233