এটা তো পুরাই ঠকতি!

0 ৮২

IMG_2439
ছবিতে দেখতে পাচ্ছেন olay’র ভাঙ্গা বোতল, আসলে এটার প্রস্থচ্ছেদ করেছি আমি। কারণটা পরে বলছি। আগে শুনুন- It is a total effects 7 in one, anti-aging moisturizer cream with sunscreen. এটা লাগালে আপনার (নারীদের) বয়স কতো এটা বুঝাই যাবে না। So, you are always young! চল্লিশ হলেও লাগবে পঁচিশ! তার মানে age কে lock করো।

এতক্ষণ বিজ্ঞাপনী আলাপ শুনলেন। এবার ব্যবহারকারী এক আত্মীয়ের মুখে শুনি- “দূর! কিয়ের anti-aging? যেমন ছিলাম তেমনই তো! আর একি! কয়দিন হইসে লাগাইসি, এতো টাকা দাম! এতো তাড়াতাড়ি শেষ হয়া গেলো”?
IMG_2440

বিজ্ঞাপনে ফুলিয়ে-ফাঁপিয়ে বলে তাতে তো সন্দেহ নেই, তবে তাড়াতাড়ি শেষ হয়ে গেলো… ভিতরে থাকে কতো? এটা দেখার জন্য উনার কাছ থেকে বোতলটা নিয়ে ভাঙ্গা শুরু করি। উল্লেখ্য, দুই-তিন বছর আগেও শুনেছিলাম এটার বাজার দর ১৫০০ টাকা, তা এখন ২০০০ টাকা বা এর উপরে হতে পারে। যাই হোক, বোতল খুলে অবাক! ২য় ছবিতে মাঝখানে অর্ধেক ইঞ্চি গভীরতা যে ছোট বৃত্তটা দেখতে পাচ্ছেন, সেটাতেই থাকে ক্রিম বাকি পুরো বোতল ফাঁপা। এ তো দেখি পুরাই ঠকতি!!

Visits: 1

মন্তব্য
Loading...
//thoadsaibsou.net/4/4139233