স্বাধীনতার চিত্র
.
স্বাধীন! তবুও অধীন
চারদিকে শুধু অন্যায়ের রব রব।
চুপসে গেছে নবীন,
ন্যায়ে কেরোসিন ঢেলে হয় অন্ধকারের যপ।
.
মুখের ভাষায় ন্যায় ফোটে
বাস্তবে রুপ অন্য।
কালো টাকায় গাড়ি হাকে
সাধুর বেশে ভন্ড।
.
কর্তারা ঘুম যায় নাকে তেল দিয়ে
রাষ্ট্র লুট…