শিশির ঝরা প্রার্থনা

0 ৫২

ভোরের  শিশির ঝরা ঘাসে

তারি শিহরণ জাগে আশে- পাশে,

পূর্ব গগনে রবির আভায়

যখন সোনা রোদ হাসে

তারি শিহরণ জাগে আশে-পাশে ।

কোন মমতায় বেঁধে সে আমাকে

নতুন পথ দেখায় জীবনের বাঁকে ।

ধোঁয়া ওঠা গরম পিঠার ঘ্রাণে

মন মেতে ওঠে শীতের আমন্ত্রণে,

উষ্ণ পরশে দিনের শুরুতে মিঠা রোদ্রখানি

ছুঁয়ে মন- প্রাণ কোন মায়ার হাতছানি,

ছুটে চলা দিনের শেষে

ক্লান্ত  পথিকের বেশে,

আবীর রাঙা বিকেলে

লাল সূর্য যখন অস্তমিত

পৃথিবীর রূপ দেখে হই পুলকিত।

সন্ধ্যার হিমেল হাওয়ার ছোঁয়ায়

মায়াবী রাতের স্নিগ্ধতায়,

স্বচ্ছ আঁধারে   চাঁদের  কোমলতায়

তামাম পৃথিবী অবনিত হয় তারি সিজদায়,

কোন বেদনায় কেঁদে ওঠে মন- প্রাণ

সকল পাপ ক্ষমা করে দিবে আল্লাহ্ মহান।

তাহাজ্জুদের  নামাজের সিজদায়

হে প্রভু ডাকি গো তোমায় পাপী বান্দায়,

সব দুঃখ, জুলুম, পাপাচার দূর করে

নতুন ভোরের,নতুন দিনের আশায়

হে প্রভু ডাকি গো তোমায় ।

মুয়াজ্জীনের আযানের সুরে

আধার দূর হয়ে কুয়াশার চাদর ছেড়ে

জেগে উঠি নতুন প্রাণের সুরে ।

 

 

 

 

 

 

Visits: 2

মন্তব্য
Loading...
//whazunsa.net/4/4139233