প্রবাহমান দিনযাপন এবং আমাদের ভবিষ্যত

0 ৮৮

ঘটনা ১.
_________

-টিচার! আমি পূজা দেখতে যাবো বাবার সাথে।
– নো! পূজা দেখতে যাওয়া যাবেনা, মূর্তি দেখলে আল্লাহ এংরি হয়ে যাবে। তুমিনা গুড গার্ল! মূর্তি দেখতে যাবেনা ঠিকাছে।
– মূর্তি দেখবোনা টিচার, ওখানে মেলা হয় তাই ঘুরতে যাবো। আর দূর থেকে একটু মূর্তি দেখবো।
– না বাবা,অন্যসময় মেলা হলে যেও, এখন যেওনা কেমন!
তুমি বরং অন্য কোথাও ঘুরতে যেও বাবার সাথে। আমরা তো মুসলমান, নামাজ পড়ি তাই ওগুলো দেখা ঠিক না।
– কিছুক্ষন পর মুখে হাত দিয়ে চুপি চুপি বলছে। আমাদের বাসায়ও পূজা হবে টিচার।
– ভ্রু কুচকিয়ে বললাম, পূজা আমাদের জন্য না, এটা হিন্দুদের জন্য বুঝেছো।
– তুমি বুঝো নাই টিচার, আমরা মূর্তি বানাবোনা, আর পারিওনা বানাতে। আমরা পূজাতে গরু জবাই করবো।
– পূরাই হতভম্ব হয়ে গেলাম।

ঘটনা ২.
________

-বড় হয়ে তুমি কি হবে?
– আমি প্লেন হবো টিচার।
-প্লেন হবে মানে? প্লেন চালাইতে চাও?
– হ্যা

ঘটনা ৩.
________

হঠাৎ করেই এক বয় স্টুডেন্ট বলে উঠলো
– দুগগা, দুগগা!
– অবাক হয়ে বললাম, বাবা তুমি এটা কি বললে?
কোথায় শিখেছো এটা? টিভি দেখে?
– হ্যা,
– তুমি সিরিয়াল দেখো?
– আম্মু দেখে।

ঘটনা ৪.
_________

বাসে উঠেই ইঞ্জিন কভারড সিটে বসেছি, হঠাৎ এক ভদ্রলোক তার সিট থেকে উঠে আমায় বসতে দিয়ে নিজে গিয়ে ইঞ্জিন কভারড সিটে বসলো। কারন ওই ইঞ্জিন কভারড সিটে আরো কয়েকজন লোক ছিলো, যাতে টাচ না লেগে যায় সেজন্য আংকেল তার ভালো সিটে আমায় বসতে দিলো। এরকম মানুষদের জন্য অন্তর থেকে দোয়া আসে।

ঘটনা ৫.
________

পাশের সিটে এক ভদ্রলোক বসেছে, অনেকটা কাচুমাচু হয়ে যেন ছোঁয়া না লাগে। সাধারনত পাশের সিটে পুরুষলোক থাকলে মেয়েরা কাচুমাচু হয়ে বসে, যেন ছোঁয়া না লাগে। কাচুমাচু হয়ে জানালায় সেধিয়ে গেলেও যেন ওইসব পুরষলোকের জায়গা হয়না। এরকম হলে মন চায় ঘুষি মেরে নাক ফাটিয়ে দেই। এই প্রথম দেখলাম কোন পুরুষলোক এমনভাবে বসলো যেন ছোঁয়া না লাগে। এমন লোকদের জন্য অন্তর থেকে দোয়া আসে। এরা মা বোনের সম্মান বোঝে।

বিঃদ্রঃ
_________

ঘটনা ১ এবং ঘটনা ৩ মাথায় ঘুরপাক খাচ্ছে, ভাবছি আমাদের শিশুদের বিকাশ কিভাবে এলোমেলো পথে ব্যাহত হচ্ছে। তবে রিয়েল রিয়েলাইজেশন এটাই যতই ইসলামিক স্কুল কলেজে বাচ্চাকে পড়াই, পারিবারিক গঠন, শিক্ষা পোক্ত এবং সঠিক নাহলে বাচ্চার বিকাশ হুমকির মধ্যেই থেকে যায়। এ ব্যাপারে বাবা মা সহ পরিবারের সবাইকে ইসলামিক জ্ঞানে সচেতন হতে হবে বেশি।

Visits: 1

মন্তব্য
Loading...
//zirdough.net/4/4139233