জ্বরমাখা সন্ধ্যার প্রলাপ

0 ৮০

ধুঁকে ধুঁকে বেঁচে থেকে
মরণের বোঁটা ধরে
আরো পথ হেঁটে যাই যদি,
বুকে বুকে কথা রেখে
নিঃশ্বাসে ব্যথা ভরে
ছলছলে চোখে বয় নদী।
তারপর ফিরে যাওয়া
সন্ধ্যার হাহাকার
হাত পেতে ধরে এই হাত,
ফিরে পাওয়া শব্দের
শেষখানি জুড়ে থাকে
জ্বর মাখা নীল ধারাপাত।

Visits: 1

মন্তব্য
Loading...
//zirdough.net/4/4139233