একুশ আমার

0 ৮৩

একুশ আমার রক্ত-রাঙা
রক্তে ভেজা মাসখানি,
যে মাসেতে ভাষার তরে
প্রাণ দিয়েছে কুরবানি।

লক্ষ প্রাণের মাতৃভাষা
বাংলা ভাষার জন্যে,
বাংলা মায়ের দামাল ছেলে
হয়েছিল হন্যে।

বুকের খুনে ভিজিয়েছিল
সবুজ শ্যামল দেশখানি,
রক্ত দিয়ে ফের পেয়েছি
বর্ণমালার মান খানি।

আজ,বাংলা ভাষায় কথা বলি
বাংলাতে গাই গান,
এসবকিছু আমার ভাইয়ের
শহিদ হবার দান।

যতদিন রবে বাংলা ভাষা
থাকবে এই দেশ,
ততদিন রবে তোমাদের কথা,
হবেনা কভু শেষ।
——২১/০২/১৯৯৯12744076_1663010530635201_871721021866896647_n

Visits: 0

মন্তব্য
Loading...
//phaitaghy.com/4/4139233