চিন্তার আপডেট ভার্সন প্রয়োজন!!

0 ৮১

মানুষের নলেজ আপডেট হয়। এটা চিরন্তন সত্য। বর্তমান তথ্য-প্রযুক্তির অবাধ প্রবাহের কারণে নলেজের শেয়ারিং বা বিস্তৃতি সহজে এবং দ্রুত হয়ে থাকে। ৪০-৫০ বছর আগের চিন্তা, নলেজ, সমাজ সংস্কারের পদ্ধতি তৎকালে যথার্থ এবং যুগশ্রেষ্ঠ হলেও বর্তমানে তা ভূল কিংবা যুগোপযোগী নাও হতে পারে।। যারা এ কথাটা মানেন না, তারা পরিবর্তনকামী হতে পারেন না।। পরিবর্তন এদের দ্বারা অসম্ভব।।

কারণ মানুষের লাইফস্টাইল, সমস্যার ধরণ-প্রকৃতি, চাহিদা, যুগসমস্যার সমাধান, জীবনধারার গতি-প্রকৃতি, রাষ্ট্রকাঠামো, সামাজিক সম্পর্ক, পারিবারিক সম্পর্কসহ প্রতিটি স্তরে রুপান্তন ঘটেছে।। এখানে পরিবর্তন ঘটাতে হলে যুগের উপাদানগুলোর কার্যকরণ এবং প্রভাব সম্পর্কে জানতে হবে।।। এবং এ টুলসগুলোকে ব্যবহার করেই পরিবর্তনের গীত গাইতে হবে।।। ৫০ বছর আগের চিন্তার আপডেট ভার্সন বের করে আনতে হবে।।।

Visits: 1

মন্তব্য
Loading...
//ooloptou.net/4/4139233