নামাজের ফরজ মানতে হবে…

0 ৭৮

2015-08-28 17.17.52
মসজিদে নামাজ পড়তে গিয়ে লক্ষ্য করলাম- অনেকে নামাজের বাহ্যিক ফরজ সম্পর্কে দায়সারা মনোভাব নিয়ে আছেন। পাতলা ওড়না (চুল দেখা যাচ্ছে), কিংবা হাফ হাতা ড্রেস, ছোট ওড়না যেটা দিয়ে হাত ঢাকছে না… এগুলো সমস্যা। একদিন খাতিব সাহেব মেয়েদের মসজিদে আসার ব্যাপারে, নামাজের বাহ্যিক ফরজ নিয়ে লেকচার দিলেও অবস্থার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না।

যাই হোক- আমরা ক’জন মিলে নিলাম উদ্দ্যোগ। ফান্ড জোগাড় করে কয়েকটা স্কার্ফ মেয়েদের সেকশানে রাখলাম। আর ঘোষণা দেয়া হলো- যাদের এরূপ সমস্যা আছে, তারা যাতে নিঃসঙ্কোচে (অন্তত নামাজের সময়) বক্স থেকে স্কার্ফ নিয়ে নিয়ম মতো নামাজ পড়ে।

সুতরাং, দেখা যাচ্ছে মেয়েদের শুধু মসজিদে আসার কথা বললেই হবে না, সেই সাথে আমাদের-মেয়েদের সতর্কতা অবলম্বন করতে হবে। আল্লাহ আমাদের হিদায়াত দিন…

Visits: 0

মন্তব্য
Loading...
//hoglinsu.com/4/4139233