তবু ফিরে আসি

0 ৮৩

তবু অন্ধকারের বিস্তীর্ণ প্রান্তর ভেদ করে ফিরে আসি আমি।

ফিরে আসা নদীর মতোন শিহরণ তুলে,
আপাদমস্তক ব্যর্থতার গ্লানি জড়িয়ে,
তবু ফিরে আসি সাহসের কাছে।

ক্লেদাক্ত হৃদয়ের ঘাম মুছে নিতে
জীবনের খতিয়ানে সুর তুলে দিতে
ফিরে আসি ক্রমাগত মালিকের কাছে।

ভালোবাসার নিটোল নির্যাসে জমা হয়ে থাকা
অশ্রুবিন্দু ঢেলে দিয়ে আমি ফিরে আসি
বিবেকের দরোজায়,
অন্তহীন বেদনায় ক্ষত-বিক্ষত হয়ে
তবু ফিরে আসি চিরায়ত পথের সুদীর্ঘ সীমানার কাছে…!

Visits: 3

মন্তব্য
Loading...
//ptugnoaw.net/4/4139233